দিন যায় রাত্রি আসে
আবার দিনের আলো;
একটা দিন একটা রাত্রি
কে কতটা ভালো?


চোখের জল মুখের হাসি
আমি শুধুই ভালবাসি;
ব্যথার ব্যথা সকল কথা
আনন্দ  দেয়  আসি।


এ যেন সেই অমোঘ খেলা
ওই অহর্নিশ চলে;
চলতে চলতে হৃদয় মাঝে
কত কথা বলে।


বলার শেষ হয় না কভু
বুকে চলে ধুকধুকি;
থামবে কবে? জানিনা কেউ
সময় এলেই ঝুঁকি।


সমাপ্তির ওই সেই সমাপ্ত
হয়তো একদিন হবে;
আকাশ পানে চেয়ে চেয়ে
চোখ নিস্পলক রবে।


৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ২১/০৫/২০২৩,
রবিবার বিকেল ৪:৪০। ২০১৫, ২২/০৫/২০২৩।