অতীত নয়, ভবিষ্যৎ নয়,
স্বাদ পাই এই বর্তমানে
ওই জাগ্রত চেতনা দিয়ে;
আনন্দ উপভোগ করি
একান্তই আপন মনে,
সুখো ইন্দ্রিয়ের পরশ নিয়ে।


অতীত সে নিছক ইতিহাস,
সুখ দুঃখের গান গায়,
বারবার স্মৃতির পাতায়;
ভবিষ্যৎ বড় স্বপ্নমাখা,
থাকে পাবার আনন্দে ঢাকা
ঘোরে না দেহের চাকা।


অতীত ভবিষ্যৎ থাক - দূরে থাক,
এই বর্তমানে নাই তাদের ঠাঁই ;
আনন্দ উপভোগ যাহা পাই -
চাই মোরা এই বর্তমানেই চাই।


থাক - বাকীর খাতায় শূন্য থাক,
জন্মটা জানি, মৃত্যুতো জানিনা;
তাই লজ্জা নাই, নাই রাগঢাক,
প্রতিশ্রুতি, অপেক্ষা আর মানিনা।


ন্যায় এর পথে জিততে হবে,
অন্যায়টাকে সরাও দূরে ঠেলে;
আসুক সত্য-মিথ্যার মূল্যবোধ,
ওই আলোয় দেখে চক্ষু মেলে।


১৭ ই আষাঢ়,১৪২৮,
ইং ০২/০৭/২০২১,
শুক্রবার সকাল ১১:০৯। ১৩৬৭, ০৪/০৭/২০২১।