স্বর্গ চাইনা, মোক্ষ চাইনা,
                চাই না ভগবৎ প্রেম;
আমার ঈশ্বর মাটির পৃথিবী
                চাই অন্তরে ঐ হেম।


দেশ-হিংসা, ব্যাধি, অনাহারে,
                     উজাড় হয়ে যায়;
তাহা দেখেও দেশের মানুষ
                      চুপটি করে রয়?


হায়রে চেতনা! আয়রে নেমে
                     মানুষের এই প্রাণে;
আসুক সেই বিবেক বিচার
                     ওই সবার অন্তরে।


মুক্তি পাবে দেশের মানুষ
                      চেতন বুদ্ধি দানে;
শান্তি সুখে থাকবে তাঁরা
                  বুঝবে স্বর্গের মানে।


১৩ই শ্রাবণ,য১৫৩০,
ইং  ৩০/০৭/২০২৩,
রবিবার বেলা ৮:৪৫। ২০৮৫, ১৮/২৪১, ৩১/০৭/২০২৩।