জন্মের পরে চারিধারে ছিল যারা আপন করে
এখন কেউ কাউকে চিনতে নারে;
একই গর্ভজাত ভাই বোন কেন শত্রু বনে যায়
বোঝে সবাই সময় হলে প্রাণের যন্ত্রনায়।

ওই সত্য ছেড়ে মিথ্যার পথে মানুষ যখন ধায়
খানিক স্বস্তি হয়তো মেলে পূর্ণ শান্তি নয়;
ভাই বন্ধু যাঁদের দেখছ পাশে তারা আসল বন্ধু নয়
দূরে থাকে সত্য বলে তারাই বন্ধু হয়।

কাছের মানুষ করলে ক্ষতি বুঝতে পারবে না
যখন তুমি বুঝতে পারবে আর সময় থাকবে না।
সারা জীবন বিশ্বাস করে আপন করে রাখলে ধরে
কেমন করে ব্যক্তিস্বার্থে সেই তোমার ক্ষতি করে?

তাই দূরের যারা সত্য বলে মিথ্যা ছেড়ে তারাই বন্ধু হতে পারে
চাওয়া-পাওয়া থাকে না তাঁদের কোনোকালে ব্যক্তিস্বার্থে;
শান্তি তাঁদের আসে মনের মাঝে পরের দুঃখ- কষ্ট দূর করে
কষ্টের কাজ দুঃখের কাজ তারাই করে ওই সেই পরমার্থে।

ধ্বংস যখন এসেই পরে, পারেনা কেউ রুখতে তাঁরে,
কত প্রমাণ ছড়িয়ে আছে দেখো চেয়ে ধরার পরে।
সকাল থেকে সন্ধ্যা বেলা নানান রূপে করছে খেলা
দেখেও আমরা শিখি না রে এসে ওই রাত্রিবেলা।

চেতন চিত্ত জাগ্রত হলে সবাই সব চিনতে পারে  
নিজের ক্ষতি ,পরের ক্ষতি তবেই তারা রুখতে পারে।
চাটুকার তোমায় ভুলায়, ক্ষণিক তরে হাওয়ায় দোলায
ভুল করোনা চিনতে তারে নইলে মহাসমুদ্রে ভাসবে ভেলায়।

২৮ শে বৈশাখ, ১৪২৯,
ইং ১২/০৫/২০২২,
বৃহস্পতিবার বেলা ১০:১৬। ১৬৮২, ১৭/০৫/২০২২।