চেতনার আলো পথ দেখালো,
সর্বজনে কয়;
তাই অতীত থেকে বর্তমানে
জীবন ধারা বয়।


শেখার শেষ নাই তাইতো শেখা
জন্ম থেকে মৃত্যু-বোধি;
নিত্য জীবন জীবনকে শেখায়,
মানুষ মোরা তাহাই বুঝি।


বন্ধু থাকে প্রাণের মাঝে,
কঠিন বাঁধনে বাধা সে যে,
কেমনে ভুলবে তারে?
ভোলার কথা যখন আসে,
হৃদয়ে তার ছবি ভাসে,
ভালোবেসে জড়িয়ে ধরে।


যেথায় থাকো ভালো থেকো,
জীবনকে মিথ্যা প্রবোধ দিও নাকো।
চলতে হবে কঠিন পথে, সত্যের পথে,
সেই প্রত্যয় থাকুক সবার মনের মাঝে।


২৬ শে বৈশাখ, ১৪২৭,
ইং ০৯/০৫/২০২০,
শনিবার, সকাল ৭:৫৫। ১০১৫, ২৩/০৫/২০২০।