আমরা হাসি, আমরা কাঁদি,
আমরা জনগণ;
প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবের
শক্তির উৎস মন।

দেশ ও জাতিকে ভালোবেসে
রক্ত দিল যারা;
এই মাতৃভূমির আদরের সন্তান
বঙ্গের বন্ধু তাঁরা।

আমরা যারা রয়ে গেলাম
ভোগ করলাম শুধু;
ওই বীর শহীদের সম্মানটুকু
ধুলায় লুটায়ে তবু।

চেতনাহীন আমরা সবাই
ব্যক্তিস্বার্থে ডুবে;
এবার হাওয়া বইছে বুঝি
পশ্চিম থেকে পুবে।

যাদের জন্য রক্ত ঝরল
রাজাকার আর খুনি;
মায়ের সন্তান হয়ে মোরা
তাদের কথাই শুনি।

মূল্যহীন আজ বীর শহীদেরা
শুধুই মোদের জন্য;
ওঠো, জাগো এবার বন্ধু
এই মুক্তিরযুদ্ধ ভিন্ন।

অস্ত্রের লড়াই শেষ হয়েছে
চেতনার লড়াই শুরু;
মনের সাথে প্রাণের লড়াই
নিজেই নিজের গুরু।

৪ঠা পৌষ, ১৪২৮,
ইং ২০/১২/২০২১,
সোমবার সন্ধ্যা ৬:৩৬। ১৫৩৭, ২১/১২/২০২১।