ছবি আঁকি আমরা বসে
শুধুই রাতদিন;
কি বাস্তব? কি অবাস্তব?
এবার চিনে নিন।


না হলে ছবি শুধু ছবিই রবে
প্রাণ পাবে না;
প্রাণের পরশ পেতে হলে
চাই মনের চেতনা।


চেতন চিত্ত জেগে উঠলো
ছবি বাস্তব হয়;
দেয়ালের ফ্রেমে থেকেও
নানান কথা কয়।


সার্থক হবে সেই রূপায়ন
রং তুলির ছোঁয়ায়;
সাম্যবাদের সমতা এনে
হৃদয়ে হৃদয় মিলায়।


কবির ছবি মিলেমিশে
হলে একাকার;
পার্থক্যটা রবে না আর
ধর্মে বর্ণে তার।


২৯ শে বৈশাখ, ১৪২৯,
ইং ১৩/০৫/২০২২,
শুক্রবার সকাল ৮:৪৫। ১৬৭৯, ১৪/০৫/২০২২।