ছন্দ দিয়ে জীবন শুরু
ছন্দে চলে রাত্রি দিন,
ওই ছন্দহারা হলে পরে,
মৃত্যু দিয়ে মেটায় ঋণ।


ভালো মন্দ সব মিশিয়ে
ছন্দ থাকে সবার মনে;
কেউ মুখে প্রকাশ করে,
কেউ রাখে সুর সাধনে।


মানুষ ছন্দহারা হলে পরেই
দ্বন্দ্ব তাহার শুরু হয়;
আর অশান্তিতে ভরে জীবন,
যাকে সবাই দুঃখ কয়।


সুখ, শান্তি, হাসি, খুশি,
ওই উচ্ছলতা ঢেউয়ের মত;
ঢেউয়ের তালে নৌকা চলে
তরীর মাঝি সুরে রত।


ছন্দ হারা, ছন্দ ছাড়া
পারেনা আর তাল মেলাতে
পায়ে পায়ে জড়িয়ে পড়ে,
চলতে গিয়ে জীবন পথে।


২৮ শে আষাঢ়, ১৪২৮,
ইং ১৩/০৭/২০২১,
মঙ্গলবার বিকেল ৪:২২।  ১৩৮০, ১৭/০৭/২০২১,