ছিলাম আমি মুক্তিযোদ্ধা
আজ অশ্রু ঝরে চোখে;
কত প্রিয় বন্ধুদের হারিয়েছি
দেশ স্বাধীন করার আশে।

তাই পেয়েছি বিজয় দিবস
ওই স্বাধীনতার বেশে;
স্বাধীনতা সত্যিই কি পেয়েছি?
আজ মনে প্রশ্ন আসে।

যুদ্ধ জয় হয়নি আজও
শুনি কান্না মায়ের বুকের;
পঞ্চাশ বছর পেরিয়ে এসেও
বাঙ্গালীদের থাকতে হয় শোকে।

রাজাকার, আলবদর, হায়নারা সব
দেখি তাদের পূর্বের আনাগোনা;
তাই মনের মাঝে শঙ্কা জাগে
আর সবার দুশ্চিন্তায় জাল বোনা?

ওই রাজাকার আর আলবদর
ছিল বাঙালির রক্ত ক্ষয়ের কারণ;
স্বাধীন দেশে হলো না আজও
ধর্মীয় মৌলবাদের বারণ।

আর কতদিন চলবে এমন?
আমরা বুঝতে পারিনা;
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কি ভাই
তারা কি- বাংলামায়ের সন্তান না?

জাতির পিতার স্বপ্ন ছিল
ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা;
আমরা কি কেউ বুঝতে পারি
শহীদ বীরদের ব্যথা?

মুক্তকণ্ঠে আজ তাই আহ্বান
ওরে বাংলার বাঙালি জাত;
জাগো ওঠো লড়াই করো
পূরণ করো জাতির পিতার সাদ।

২৯শে অগ্রহায়ণ, ১৪২৮,
ইং ১৬ ই ডিসেম্বর,২০২১,
বৃহস্পতিবার সকাল ১০:৩৪। ১৫৩৩, ১৭/১২/২০২১।