ছিল জ্ঞানীগুণী ওই পূর্বপুরুষ
তেমন উত্তরসূরী নয়;
খাতা কলমে শিক্ষিত আমরা
সমাজ সেবায় ভয়।


খারাপ লাগবে হয়তো শুনে
দুঃখ মোদের এটা;
চেতনার আলো কোথায় গেল?
ঘাটতি মোদের যেটা।


ওই জ্ঞানীগুণী যারা ছিলেন
ভাবতেন ভবিষ্যতের কথা;
আমরা শিক্ষিত বর্তমানকালের
বুঝি শুধুই নিজের ব্যথা।


সুখটা কিসে তাই বুঝি না
যায় ফুরায়ে দিন;
কেমন করে করবো শোধ
ওই পূর্বসূরীর ঋণ?


কেমনে বলি জ্ঞানী আমরা
গুরুর শিক্ষা কই?
নিজের স্বার্থ পুরণ করতে
পরের ধানে মই।


২০শে পৌষ, ১৪২৯,
ইং  ০৫/০১/২০২৩,
বৃহস্পতিবার বেলা ১০:১৬। ১৮৮১, ০৮/০১/২০২৩।