ছড়ায় বাঁধা সংসার,
প্রেম ছাড়া কেবা কার।।
ভালোবাসায় ঝরে পড়ে
মধু মাখা সেই সুরে।
কাব্যগাথায় প্রাণ ভরে,
যদিও বা থাকে দূরে,
আসিবে সে ঘুরে ঘুরে।
ছড়া ছন্দ কাব্যময়
মন ভরে ভালোবাসায়।
আবেগে মথিত প্রাণে জো
পাই যেন বসন্তের ঘ্রাণ।


আনন্দে উঠুক জেগে
নতুন সৃষ্টির বেগে,
আপ্লুত হৃদয়;
রাখি ও বেঁধে তারে,
বিরহের সেই ভারে
দিও না বিদায়।


১ লা ফাল্গুন, ১৪২৬,
ইং ১৪/০২/২০২০,
শুক্রবার সকাল ৯টা। ৯১৯, ১৭/০২/২০২০।