জীবন ছোট্ট জগত অনন্ত
আর মহাসাগরের জল;
উঠিলে তুফান অনন্তেরবান
করে চারিদিকে টলমল ।

উচ্ছল জলধি সীমাহীন পরিধি
লাগবে এসে ঢেউ;
যায় ভেসে যায় নয় কারো দায়
পারেনা টিকিতে কেউ।

এরই নাম জীবন পরিণতির ভুবন
মৃত্যুতে সব শেষ;
মোহ মায়া দিয়ে আপনারে নিয়ে
আছি আমরা বেশ।

১১'ই কার্তিক,১৪৩০,
ইং-২৯/১০/২০২৩,
রবিবার দুপুর১২:০৫ ২১৭২, ১৯/২০৭, ৩০/১০/২০২৩।