একটু আলো হয়তো পেল
ছোট্ট মাটির প্রদীপ হতে;
বুঝলো না কেউ কত আঁধার
সরে গেছে তাতে ।

ছোট্ট বলে অবজ্ঞা করে
রেখোনা সরায়ে তাকে;
সে যে তোমার অতি আপন
যেমন চিনেছ মাকে।

তোমারে অন্ধকারে পথ দেখাবে
সেই যে মায়ের মত;
আর অন্ধজনে আলো দেওয়া
ওটাই যে তার ব্রত।

২৯শে অগ্রহায়ণ, ১৪২৮,
ইং ১৬ই ডিসেম্বর, ২০২১,
বৃহস্পতিবার সকাল ৯:১৭।   ১৫৩৮, ২২/১২/২০২১।