সুখের হাসি হাসে সে
চিত্তের আনন্দে থাকে যে।
প্রকৃতি তার পাশে রয়,
প্রাণে শান্তির ঝর্না বয়।


চাওয়া-পাওয়ার নাই বেদনা
দেখি তাই ধারা ঝর্না;
রং-বেরঙের আলোর ধারায়
নাচে সৃষ্টি সুধার বর্ণা।


দেখেই শুধু আনন্দ পাই
সৃষ্টির ভাবনা মোটেই নাই;
এই জীবনে মিলবে কি আর
শান্তি-সুখের পরম ঠাই?


২৩ শে আশ্বিন, ১৪২৮,
ইং ১০/১০/২০২১,
রবিবার সকাল ৯:২০। ১৪৬৬, ১০/১০/২০২১।