পয়সার ওজন, কথার ওজন,
            সে তো ওজন নয়;
ওজন আমি তারেই বলি,
            যে চিত্ত করে জয়।


মাড়োয়ারীদের ওজন বেশী,
              হাঁটতে কষ্ট হয়;
অর্থ আছে ভূরি ভূরি,
           তবু শুধুই কষ্ট পায়।


এমন ওজন কি প্রয়োজন,
             ভাবতে হবে আজ;
গদির পরে ঠেস দিয়ে বসা,
           হয় না দেহের কাজ।


অনেক থাকা সত্ত্বেও তাঁরা,
             বিনিদ্র রাত কাটে;
যারা দিন আনে দিন খায়,  
          তাঁরা ঘুমায় হাটে মাঠে।


চিত্তের ওজন বড় ওজন,
              তাঁর তুলনা নাই;
ধনের ওজন, পয়সার ওজন,
             চৈতন্য হারা তাই।  


৩০শে জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ১৪/০৬/২০১৮,
বৃহস্পতিবার, রাত ১১.৩০মিঃ। ৫২৮ তাং ১৫/০৭/২০১৮।