চোখের জলে দেয় বিদায়
মায়ের কোল খালি;
শাসকের কাছে জীবন বুঝি
শুধুই ধুলোবালি।


ক্ষমতার লোভ পয়সার লোভ
ওই লোভে একাকার;
বালি কয়লা গরু চাকরি
হলো সবই ধূসর।


শিক্ষার প্রতি থাকবে না আর
কোন সম্মান বোধ;
ডক্টরেরটা মাথায় জুড়ে হলো
শিক্ষার আলো রোধ।


ওই অ্যাকাডেমির সম্মান পেল
চটি চাটার ফল;
ডিলিট দিয়ে সম্মানিত করে
এ কোন পাপের ফল?


পাপের বোঝা বইতে বইতে
পড়বে উবুর হয়ে;
ধরবেনা কেউ এগিয়ে এসে
বাঁচবে ঘৃণা নিয়ে।


সত্য মিথ্যা পাপ পুণ্য
বুঝবে ক্রমে ক্রমে;
কি করেছো সারা জীবন
শুধুই লোভের ভ্রমে?


পাপের শাস্তি পেতেই হবে
ঐ আজ কিংবা কাল;
পার পাইনি আজও কেউ
ছড়িয়ে ন্যায়ের জাল।


২৩ শে আষাঢ় ১৪৩০,
ইং ০৯/০৭/২০২৩,
রবিবার সকাল ৮টা। ২০৬৪, ১০/০৭/২০২৩।