গল্প হবে সীমিত সময় কে মাথায় রেখে; হৃদয়তন্ত্রে হানবে আঘাত চেতনার আলো পড়বে এসে অন্ধ গুহায়, আলোকিত হবে ভাবনার জগৎ। মন, মননে ঘটবে পরিবর্তন অনন্ত জগতকে দেখবে আতস কাঁচে। বস্তু বাস্তব, সত্য, সনাতন, হবে না মিথ্যা, হবে না অবাস্তব। কথন, পঠন, বীক্ষণ হয় সীমিত জীবনকে মাথায় রেখে। সময় চলে যায় স্রোতের প্রায় পাই না ফিরে তারে, জীবন চলে যায় এমন করে। গহীন গাঙে নাও বেয়ে রাখব বেঁধে সীমার পারে হবেনা অসীম পৌঁছাতে তীরে। Go অল্প; মর্মকথা ভালোলাগার সেই ছোট গল্প।


হিজল গাছ, দাঁড় কাক আর আমি
      


চৈত্রের শেষ বিলের মাঝে হিজল গাছে খাঁ, খাঁ, রোদে একটা দাঁড় কাক বসে আছে বুঝি তেষ্টায় ছাতি যাবে ফেঁটে। ঠোট ফাঁকা করে  নিচ্ছে ঘনঘন শ্বাস যেন মনে হলো জীবনের শেষ সময় অতি কাছে। আমি ক্ষনিকতরে ছিলাম বসে ওই হিজল গাছের ছায়ে। আমি, ওই তৃষিত দাঁড় কাক আর হিজল গাছ বুঝি আজ আমরা সবাই একই গোত্রীয়, পার্থক্য করতে পারলাম না কিছুই। ওখান থেকে বাড়ি ফিরলাম কিন্তু মনটা পরে রইলো সেই জনমানব শূন্য বিলের হিজল গাছের কাছে।


২৮ শে চৈত্র,১৪২৭,
ইং ১১/০৪/২০২১,
রবিবার সকাল ৫:৩০। ১২৮৪, ১১/০৪/২০২১।