চেতনা বিরহিত চারিদিকে মানুষের ঢল,
ধরার স্থিতি তাই করে টলমল।
জেনেশুনে ও শিখতে চায় না,
তাই কবিদের এত মনোবেদনা,
আনিবে কি মুক্তির পথ এই ধরায়
দেশের সীমানা ভেঙে এই করোনা?
আঘাতে আঘাত দিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে,
লোহাকে সোজা করে বিরহবেদনা,
তেমনি পারো না? করিতে মঙ্গল কামনা
ওগো তুমি করোনা।
হয়তো কঠিন হবে, বহু খাদ চলে যাবে
তোমার দহন জ্বালায়;
তবুও চাহি তাই, নির্ঝঞ্ঝাট হতে চাই,
এই মাটির ধরায়।
তোমাকেই বলি আজ ভগবান,
তুমি যে প্রকৃতির এক মহা দান।
তুমি কি শক্তি নিয়ে এলে?
আপন পর ভুলিয়ে দিলে,
বিভিন্ন রাষ্ট্রের সীমানা ভেঙ্গে;
সেই শক্তি করো দান, তুমি ওহে মহাপ্রাণ,
বেঁচে যাব মোরা ধনে প্রাণে।


১৭ ই বৈশাখ,১৪২৭,
ইং ৩০/০৪/২০২০,
বৃহস্পতিবার বেলা ১২:১২। ১০০৭, ১৫/০৫/২০২০।