ময়াল ভয়াল করোনা যেন,
গ্রাসীছে এই ধরা;
যাবে- কে আগে? কে পরে?
হচ্ছি দিশেহারা।


শুনি জগৎজুড়ে একই কথা,
মুক্তির পথ নাই;
করোনাই বুঝি জিতে গেল,
সেই আভাসই পাই।


এই বুদ্ধিমান মানবজাতি,
হেরেই বুঝে গেল;
ছোট্ট ভাইরাস করোনার কাছে,
কঠিন শাস্তি পেল।


অথর্ব এই মারণ ভাইরাস,
বুঝিয়ে দিলো ওরে;
দাম্ভিক মানুষ দম্ভ ছাড়ো,
থাকো বসে ঘরে।


১৩ ই কার্তিক, ১৪২৭,
ইং  ৩০/১০/২০২০,
শুক্রবার রাত ১২:২৬। ১১৭৬, ৩১/১০/২০২০।