শূন্যের পরে শূন্যের যোগে
শূন্য আসে বারে বারে;
কভু পেলে এক তাহার পরে
তবেই শূন্যযোগে মান বাড়ে।


ওই চিত্তের ব্যথা দূর করে
মনের শান্তি পেলে ফিরে।
ব্যক্তি সুখের সূত্র তাহা
সাংখ্য যোগ বল যাহা।


দর্শন ওই জ্ঞানের ভান্ডার
জ্ঞান সমুদ্রের সেই কান্ডার।
আলোর পথে থাকে না বাঁধা
এ যেন সেই কৃষ্ণের রাধা।


আধ্যাত্ম শুরু শূণ্য থেকে
হবে না পূর্ণ গেলে বেঁকে।
যোগের সাধন বড় কঠিন
থাকে পরিব্যপ্ত জ্ঞানের ঋণ।


একক সুখ একক দুখ
নয় ব্যাপ্ত চরাচরে;
দেখি তাই আমরা সদা
সুখ দুঃখ আসে ঘুরে।


১০ই ফাল্গুন, ১৪৩০,
ইং ২৩/০২/২০২৪,
শুক্রবার সকাল ৯:২৬। ২২৮৯, ২০/১২৪, ২৫/০২/২০২৪।