এবার ধরোনা করোনা
           এসেছে উহান থেকে;
হেঁটে তো আসেনি,
       এসেছে কাহারও সাথে।


পেরিয়ে পাহাড় সমুদ্র,
          কেমনে করোনা এলো?
মোরা দোষ দেই সব,
            ভাবি চীনই পাঠালো।


যদি আজ বলি লোভ,
         চীন ছেড়ে ঐ বহির্জগৎ;
বুঝি ছিল সকলি নির্বোধ,
      করোনা নাচালো ভূলোক।


করোনায় মরে যদি চীন,
          তবে কে বাজালো বীন?
শুনে সেই প্রেমের বাজনা,
          ধরায় এসেছে এই দিন।


ওরে দেখো ধনিক মহল,
            করিতে বাজার দখল;
ছুটেছিল উন্মাদের মত,
              বাজায়ে  ঢাক ঢোল।


তাই এই করোনা এলো,
             হাতে হাত মিলালো;
আর ছড়ালো জগৎময়,
              তবে দায়ী কে বলো?


তারপর যারা ছিল বাকি,
    আম-ইউরোপ দেয় নাই ফাঁকি;
ক্রমে ক্রমে বন্ধুদের পাঠালো,
               ধরায় যারা ছিল বাকী।


এসো সবে গলাগলি ধরে,
            সকল প্রাণের বন্ধু,বন্ধুরে;
ঐ সাম্যের সমতা নিয়ে,
            সবে মিলে একসাথে মরি।


৩০ শে জৈষ্ঠ্য, ১৪২৭,
ইং  ১৩/০৬/২০২০,
শনিবার রাত ৮:২২।  ১০৩৭, ১৪/০৬/২০২০।