জীবন সাগর পেরিয়ে এসে
নালা পেরোতে ভয়?
সকল বাঁধা পার করে এবার
আনতে হবে জয়।


পেওনা ভয় এটাই জীবন
আলোর পরে আঁধার;
ওই শেষের দিনে চক্ষু মুদে
হোতে হবে পার।


পারের কড়ি লাগবে না আর
শেখানো বুলি ছাড়ো;
দেখে নাই কেউ সেই পরিণতি
ভয়ে কেন মরো।


আল্লাহ, ঈশ্বর, ভগবান নিয়ে
চলছে কত খেলা;
আমরা যে আছি মরে বেঁচে
হচ্ছে শেষ বেলা।


শেষের দিনের হিসাব নিকাশ
রবে পড়ে হেথা।
ধর্মের ভয় স্বার্থান্বেষীর কাজ
ভাবছো কেন বৃথা?


ধরায় জ্ঞানীগুনি আছো যারা
চেতনার আলো ছড়াও;
সমাজে কুসংস্কার আর প্রথা
কেন তোমরা বাড়াও?


স্বচ্ছ দৃষ্টি আর স্বচ্ছ চিন্তা
মুক্তি দিতে পারে;
জীবন বোধের সেই চেতনা
আসে যদি ঘুরে।


২৪শে পৌষ, ১৪৩০,
ইং ১০/০১/২০২৪,
বুধবার রাত ৮:৩৬। ২২৪৪, ২০/৫৮, ১১/০১/২০২৪।