যোদ্ধার জন্য চাই সঠিক সময়
সাথে চাই ওই ধৈর্য;
আর বিরল ইতিহাস গঠিত হলে
প্রয়োজন ওই শৌর্য।

ওই হাসিতে জড়ায়ে দয়ার চিহ্ন
পৌরুষত্ব তার সাথী;
সুখের চিহ্ন এই মানুষের মুখ
হৃদয় জুড়ানো হাসি।

সেই হাসিটুকু তুলিয়া ধরিতে
পেরেছে যারা জগতে;
তারাই মহান চির স্মরণীয়
থাকে মানুষের মরমে।

২৫ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ০৯/০৬/২০২২,
বৃহস্পতিবার সকাল ০৮:৫৪। ১৭২১,  ২৫/০৬/২০২২।