মানব সভ্যতা ধ্বংস করতে সাপ সপিনীরা
ফেলছে বিষাক্ত নিঃশ্বাস;
ব্যক্তি স্বার্থের আর ওই ধনাতন্ত্রের
নাই কোন বিশ্বাস।


আমেরিকা চীন বিটেন ক্র্যামলিন
ইটালি ফ্রান্স জার্মান;
বাকিরা ধনতন্ত্রের জ্বালানি যোগায়
মনে পড়ে না জাপান?


বিশ্ব সম্পদের দখলদারির লড়াই
জগৎ জুড়ে চলছে নিরন্তর;
আজ ধরার মানুষ সব খাঁচায় বন্দী
থাকবে কি যুগ যুগান্তর?


ধর্ম চেতনা এটাই স্বার্থের প্রেরণা
সেই মৌলবাদের ফল;
বিভাজনে বিভাজনে আনে ধ্বংস টেনে
এটাই ধনতন্ত্রের কল।


এবার সময় এসেছে প্রতিবাদী হতে
ছাড়ো ধনাতন্ত্রের সঙ্গ;
সাম্যের চেতনা হোক বাঁচার প্রেরণা
দূর হউক অশান্তির রঙ্গ।


৪ ঠা পৌষ, ১৪৩০,
ইং ২১/১২/২০২৩,
বৃহস্পতিবার বেলা ১১:০৬। ২২৩০, ২০/২৭ , ২৭/১২/২০২৩।