আজ যে ছেলে
কাল সে বাবা;
পাবে কষ্ট সেও
তাই এখন ভাবা।


পরিণতির কথা বলি
তাহা চক্রাকারে ঘুরে;
আমরা বুঝবো কবে
দাঁড়িয়ে ওই দূরে?


চিত্তে জ্বলুক আগুন
সেই আলোতে দেখে;
উঠুক প্রশ্ন মনে
যদি কিছু শেখে।


শিক্ষা আনে চেতনা
দূর করে যাতনা;
ভাবো একটু তাহা
ভবিষ্যতের বেদনা।


শান্তি আসবে মনে
সবাই এক সনে;
গরীব কিংবা ধনী
মিলে একই প্রাণে।


ওই ধনের ধনী,
নয় যে ধনী;
মনের ধনী বড়;
ওই ধনের পাহাড়,
পায় না সুখ,
করেও সব জড়ো।


১৯ শে অগ্রহায়ণ, ১৪২৯,
ইং ০৬/১২/২০২২,
মঙ্গলবার বেলা ১২:২৩। ১৮৪৯, ০৭/১২/২০২২।