কবিতার ঐ মর্ম বানী,
আমায় হেথা আনল টানি,
       নীল মহাসমুদ্রের বুকে;
মাথার উপরে নীল আকাশ,
সাথে দক্ষিনা বসন্ত বাতাস,
       মনের কথা শুনি কবি মুখে।


দিনের শেষে সন্ধ্যা বেলায়,
আপন প্রানের মিলন মেলায়,
   তুলসী তলায় প্রদীপ জ্বেলে শঙ্খ ধ্বনি বাজে;
ধন্য তুমি ধন্য কবি,
ধন্য তোমার মনের ছবি,
   সবার কথা তোমা্র প্রানে রাজে।


                  ২৬শে অগ্রহায়ন,১৪২৩,
                  ইং ২৬/১১/২০১৬,
                   সকাল ৮টা
                    শনিবার।