নবীর কাছে তাইতো বলি
দেও আমাদের প্রাণ;
আমরা যেন বুঝতে পারি,
ভালো মন্দের ঘ্রাণ।


মানুষ হয়ে বাঁচতে চাই,
ওই মানবতা নিয়ে;
সবার তরে বিলাবো প্রাণ,
শুধুই ভালোবাসা দিয়ে।


হিন্দু বৌদ্ধ মুসলিম খৃষ্টান,
আরও কত মতবাদ;
এই মতবাদ কি ধর্ম হয়?
তাই জাগে প্রতিবাদ।


মানব রূপী ওই পণ্ডিতেরা,
ভাবনা দিয়ে গেল;
সুখে থাকুক ধরার মানুষ,
পথের দিশা এলো।


সেই পথে চলতে গিয়ে,
মতবাদ- ধর্ম হলো;
ওই মতবাদ ধর্ম নয়,
কেমনে বুঝাই বলো?


মানুষে মানুষে ভেদাভেদ,
মত পথে নয়;
একই পথে মিছিল চলে,
জীবনের নাই ভয়।


গুন ধর্ম যাহা দেখি,
সবি ব্যক্তি বস্তুর;
ব্যক্তিস্বার্থে প্রয়োগ হয়,
এটাই শাশ্বত দস্তুর।


২৫ শে কার্তিক,১৪২৭,
ইং ১১/১১/২০২০,
বুধবার রাত ১২:০৬।  ১১৮৯, ১৩/১১/২০২০।