আর্য এলো আরব থেকে
ওই আফগানিস্তান, ইরান;
পেল ভারতবর্ষ নতুন রূপ
এটাই ওঁদের দান।


জ্ঞানে, দর্শনে, উন্নত হলো
এই ভারতবর্ষ ওরে;
বন জঙ্গল পরিস্কার করে
নতুন রাজ্য গড়ে ।


কৃষ্ণ নামের পালিত পুত্র
তাঁদের সহায় হলো;
কুরু পান্ডবের ভারতবর্ষ
নতুন রূপ পলো।


ছিল না তাদের ধর্ম মত
মানুষ ছিল তাঁরা ;
এই ভারতবর্ষ রূপে রসে
সেরার প্রতীক  ওঁরা ।


আমরা ছিলাম জনগোষ্ঠী
কৃষি কর্ম নিয়ে;
ধর্মমত ওই বুদ্ধ আনলো
শান্তির আশ্বাস দিয়ে ।


জ্ঞান চেতনায় ফিরে মানুষ
হলোসৃষ্টি ব্যক্তিমত;
আমরা জনগন তাই পেলাম
চলার নানান পথ।


৩১শেআষাঢ়,১৪৩০,
ইং ১৭/০৭/২০২৩
সোমবার রাত ৯:২৬। ২০৭২, ১৮/০৭/২০২৩।