সৃষ্টি কর্তা বিশ্ব সৃজিল ,
                 সৃজন ছিল তাঁর কর্ম ;
সৃষ্টি বাঁচাতে, সৃষ্ট এ জীব,
                  ধারন করেছে ধর্ম ।


ধর্ম কর্মের গোলক ধাঁধায়
           মানুষ হলো পাগলের প্রায় ;
পাগলের প্রায় মানুষেরা ,
          কি করিলে হবে বিশ্ব সেরা ?


ভাবিতে ভাবিতে যাহা সৃজিল,
             সেই মন্ত্রেই মানুষ মজিল ।
বুঝিতে পারেনি ওরা ,
            এই মন্ত্রেই শেষ হবে ধরা ।


জ্ঞানীরা তাদের সাধন মননে,
         বিস্ময়ে সৃজিল এই বিঞ্জানে ।
জানিত কি তাঁরা ?
   বিঞ্জান হবে শান্তি হরা ।


তাঁদের সৃষ্টির সদ ব্যবহার ,
               এই প্রজন্মের ছিলরে ভাই ;
দোষী মোরা, যারা অক্ষম বেবিচারী,
             এতে তো দোষ তাঁদের নাই ।


পারি নাই মোরা –
          তাঁদের সৃষ্টির রহস্য ভেদিতে ;
আমাদেরই ভূলে -
      বলি মোরা আজি ধরার বেদিতে ।


ইং ২০/০৬/১৯৯৩,
রবিবার, রাত ২টা
শিলবারি, আসাম।   564 dtd 25/08/2018.