ধর্ম ও মন্দির নিয়ে যদি এত ভাবো,
                         তবে রাজনীতিতে কেন?
রাজনীতিটা শুধুই সমাজ সেবা,
                      এবার এটা একটু জেনো।


ধর্মের নামে দেওনা ছেড়ে রাজনীতিটা
                      সাধু হয়ে  সন্ন্যাসব্রত ধরো;
তোমার ব্যক্তি মনের মঙ্গল হবে,
                          তুমি সেই পুণ্যটাই করো।


তবেই মৃত্যুর পরে স্বর্গে যাবে,
                       ওই সেই ভগবানের কাছে;
ঐ ভগবানের নন্দনকানন দেখো,
                      যেখানে কাক ময়ূরী নাচে।


শুধু শুধু জগতের এই মানুষকে,
                         তুমি কেন এত কষ্ট দাও?
ওই গঙ্গা জলে গঙ্গা পূজা,
                     ওগো তুমি একটু করে যাও।


লোকের খাজনায় লোকের সেবা,
                        না করে পকেটে কেন ভর?
এই করে তোমরা ধীরে ধীরে,
                     কঠিন বিবেক জ্বালায় মরো।


পরের ক্ষতি করলে পরে,
                             শুধুই নিজের ক্ষতিই হয়;
মানুষের ওই মানবতাবোধ,
                                ক্রমে উধাও হয়ে যায়।
                                
মানুষের ধর্ম হউক মানব সেবা,
                             আর মন্দির হোক গেহ;
আর মানবতার সুফল ফলুক,
                              যেন কষ্ট না পায় কেহ।


৬ ই  ভাদ্র, ১৪২৬,
ইং ২৪/০৮/২০১৯,
শনিবার, ভোর ৭টা। ৭৬৪,ইং ২৫/০৮/২০১৯।