ধর্ম যে ভাই গুণমান
চারিত্রিক বৈশিষ্ট্য বলি যারে;
ওই পশুর ধর্ম পাশবিকতা
আর মানুষ বাঁচে মনুষ্যত্ব ধরে।

মনুষ্যত্ব হারিয়ে গেলে মানুষ
পশু হয়ে যায়;
ধর্মহীন গুণহীন সেই মানুষ
অধঃ পথে ধায়।

যাকে আমরা ধর্ম বলি
সে তো ধর্ম নয়;
মতবাদের কচকচানি
এটাই মানবজাতির ভয়।

হিন্দু-বৌদ্ধ মুসলিম খ্রিস্টান
আরো আছে কত মতবাদ;
তাহাই যদি ধর্ম হবে
তবেই দিন হবে যে রাত।

ভুল বুঝিয়ে স্বার্থান্বেষী
নিজের স্বার্থ করে পূরণ;
ভয় দেখিয়ে ধর্ম বানায়
মানুষ নেয় তার শরণ।

এমনি ভাবেই জাত-ধর্মের
সৃষ্টি করলো ওরা;
সেই ধর্মের আগুনে পুড়ে মরে
এই অনন্য সুন্দর ধরা।

চোরের কি আর ধর্ম থাকে
নেয় যাহা হাতের কাছে পায়;
ওই স্বার্থান্বেষী মানুষগুলোর
এটাই যে একমাত্র উপায়।

এই জ্ঞানীগুণী মানুষরা সব
বুঝবে তাহা কবে?
সেই দিনটা এলে পরেই
মনুষ্যত্ব, মানবতার রূপ পাবে।

সেই দিনটার অপেক্ষায়
থাকতে হবে মোদের;
যোদ্ধারা সব যুদ্ধ করবে
অতীতের ঋণ শোধের।

১ লা পৌষ, ১৪২৮,
ইং ১৭/১২/২০২১,
শুক্রবার বেলা ১১:০৬। ১৫৩৫, ১৯/১২/২০২১।