ধর্মমত হতেই  পারে না
চলার পথে বাঁধা;
মানুষ যদি মানুষ হয়
বাসবে ভাল রাধা।


আগুন নিয়ে খেলা করা
খেলতে যারা চায়;
মঙ্গল তাঁদের হয় না কভু
ঐ বিদ্বেষ বিষময়।


একই মায়ের সন্তান হয়েও
মতের পার্থক্য থাকে;
হতে পারে হিন্দু মুসলিম
ডাকে সবাই মাকে।


শিখতে গিয়ে জ্ঞানের শিক্ষা
নানান গুরু পাই;
গীতা  শেখায়, কোরান শেখায়
আসল শিক্ষা তাই।


যারা শিক্ষাটাকে মূলধন করে
ওই ধান্দাবাজি করে;
এই বিশ্বটাকে বিভাজন করে
নিজের পকেট ভরে।


ধর্মের নামে নিজের স্বার্থ
ওরাই পূরণ করে;
বিষবৃক্ষের ফল যে তাই
মানুষ খেয়ে মরে।


১০ই পৌষ, ১৪২৯,
ইং ২৬-১২-২০২২,
সোমবার রাত ৮:৫৪। ১৮৭২, ৩০/১২/২০২২।