মতবাদ কোনও ধর্ম নয়
ধর্ম গুণের সমাহার;
জীবন বোধে পথের দিশা
রেখেছে যে যেমন যার।
হিন্দু বৌদ্ধ, মুসলিম খৃষ্টান,
নানান জনের মতবাদ;
মানবজাতির ভাতৃত্ব বন্ধনে
গড়েছে প্রাচীর সাথ।
সত্যকে তারা পায়ে দলেছে
দলেছে মানুষের অধিকার;
ধর্মের নামে মতবাদ এনে
ওরা আপন করেছে পর।
মানব ধর্মের মনুষ্যত্ববোধ
কোথায় হারিয়ে গেল?
বিবেক বিচার আর মানবতা
মানুষ কি তাহা পেল?
মুসলিম বলে মন্দির ভাঙ্গ
হিন্দু বলে মসজিদ;
খ্রিস্টান বলে বৌদ্ধ নয়
হারায়ে দিকবিদিক।
শৃঙ্খলা নাই বিশৃঙ্খলা আজ
বিভক্ত ধর্ম বর্ণ জাতে;
খুন ধর্ষণ রক্তের খেলায়
উঠেছে সবাই মেতে।
সুশাসন কুশাসন ন্যায় অন্যায়
মিলেমিশে একাকার;
ভালো-মন্দ চোর সাধুর
বুঝি নাই মতান্তর।
রাজনৈতিক মোড়কে বাঁধা সব
চাই ক্ষমতার অধিকার;
ওই ধর্ম কর্ম সবগোল্লায় যাক
চাই নিতে দেশের ভার।
হয় নাই জন্ম পিতৃঔরসে
আমি ঈশ্বর ভগবান;
যাহা কিছু আমার ইচ্ছা মতো
করিব সবারে দান।
অজ্ঞ নির্বোধ ক্ষমতা লিপ্সু
অন্ধ কুরুর মতো;
চক্ষু মেলিয়া দেখেনা তারা
অন্যায় করিল কত।
গঙ্গার জলে স্নান করলে
যায়না তো ধুয়ে পাপ;
মনের যন্ত্রণা মনেই রবে
এ মানুষের অভিশাপ।
দীর্ঘ অদীর্ঘ এই জীবন
শেষ হবে একদিন;
কেমনে শোধিবে এই জীবনে
জগতের সব ঋণ?
১৮ই মাঘ, ১৪৩১,
ইং ০১/০২/২০২৫
শনিবার দুপুর ১:০৭। ২৬৩৩,
২৪/১২০, ০২/০২/২০২৫।