নাম জপ করে, পাপ যাবে দূরে,
এ কোন ধর্মীয় প্রচার?
বিভ্রান্তি ছড়িয়ে কুসংস্কার ধরিয়ে
করো সবারে ঘরের বার।

ওই কর্মহীন ধর্ম পরিয়ে বর্ম
মানুষের ধ্বংস অনিবার্য;
কর্মের মাঝে পুণ্যের কাজে
বলি তারে আচার্য।

প্রকৃতির ধারা কর্মেই হারা
বুঝেও বুঝিতে চাহিনা;
সৃষ্টির বোধ জীবনের শোধ
এটাই যে পরম চেতনা।

সমাজ সংসার বল তো কে কার?
জন্মের পরে মৃত্যুতে হার;
নাম জপ করে ধর্মীয় মতবাদ ধরে
কে কবে হয়েছে পার?

মিথ্যায় ভরা আর পড়ে যায় ধরা
তবু ঈশ্বর বিশ্বাস করে;
বারে বারে কত মেলে প্রমান শত
পিছে পিছে তবুও ঘোরে।

ওই অন্যায় করে ন্যায়ের উপরে
পেরেছে কি কেউ যেতে?
তবু ঈশ্বরের নামে অন্ধ বিশ্বাসে
আছে দেখো সবে মেতে।

ধর্মের উদ্দেশ্য মানব কল্যাণ
হয় নাতো তাহা সাধা;
কি করে তারা বলে বারবার
হরি কৃষ্ণ রাধা?

পাপ করে যাও মুক্তি মিলিবে
শত অপরাধের পরে;
নাকি একবার ওই রাম নামে
সব পাপ হরে?

ব্যক্তি স্বার্থে ফুঁলিয়ে ফাঁপিয়ে
অজ্ঞ মানুষকে বোঝায়;
নিজের কাঁধের সকল বোঝা
তাদের ঘাড়ে চাপায়।

১৭ই ফাল্গুন, ১৪৩১,
ইং ০২/০৩/২০২৫,
রবিবার বিকেল ৪:৫৫।২৬৬৪,
২৪/২০০, ০৬/০৩/২০২৫।