সিন্দু থেকে হিন্দু এলো
পার্সি  শব্দ যাহা;
আর্য এল ইরান থেকে
আরবি শব্দ তাহা ।


আর্যর অর্থ  হল সম্ভ্রান্ত
বহুবচনে ইরান;
আর্যরা  নয় এই ভারতীয়
এটাই তাহার প্রমাণ।


বিজ্ঞানের ওই দৃষ্টিকোণে
দেহের গঠন দেখি;
আর ইতিহাসটা পড়ে আমরা
প্রমাণ দিতে শিখি।


ইতিহাসকে ভুলিয়ে দেওয়া
নাৎসি যুগের মতো;
মিথ্যা দিয়ে ঢাকতে চায়
অতীত সত্য যতো।


গোয়েবেলসিও প্রচার ধারা
যাকে প্রোপাগান্ডা বলি;
স্বীয় স্বার্থে মিথ্যা প্রচার
ক্ষমতার জন্য দেখি রক্তহোলি।


ধর্ম হিন্দু বৌদ্ধ মুসলিম খৃষ্টান
জীবনের করে না মূল্যায়ন
ধর্মীয় ওই প্রচারকরা করে
তাদের স্বার্থে রুপায়ন।


মানুষের ওই মানবতা ধর্ম
ধর্ম পাশবিকতা পশুর;
স্বার্থে অন্ধ ওই মানুষেরা
যাদেরকে বলি অসুর।


হিন্দু বৌদ্ধ মুসলিম খৃষ্টান
এই যে শুধুই মতবাদ;
পালন করতে গিয়ে মানুষ
ব্যক্তি স্বার্তে করছে অপরাধ।


বাদ দিলে ওই মতবাদকে
আমরা শুধুই মানুষ;
প্রাণের সাথে প্রাণ মিলিয়ে
যদি রাখতে পারি হুস।


মন্দির মসজিদ গির্জা প্যাগোডা
যদি উড়ে যায়;
মনুষ্যত্বের ওই মানব মন্দির
নেবে সকল দায়।


আত্মায় আত্মায় মিলেমিশে
মানুষ সুখে রবে;
ঐ প্রজন্মান্তর একদিন দেখো
বেহেস্তের দূত হবে।


থাকবেনা বিভেদ ধর্মে-বর্ণে
সকল মিটে যাবে;
মানুষ পাবে দেবতার স্থান
আসবে সেদিন কবে?


ভুল করো না বন্ধু তোমরা
করে হিংসা হানাহানি;
এখন দেও ছড়িয়ে সেই বার্তা
জনে জনে হোক জানাজানি।


১লা জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং  ১৬/০৫/২০২৩,
মঙ্গলবার বিকেল ৪:৪০। ২০১০, ১৭/০৫/২০২৩।