হায়রে বোলচাল! কে ধরিবে হাল?
ক্ষমতার লোভে উড়াই যে পাল।
অসৎ অমানুষ উড়ায় যে ফানুস,
কেমনে বাঁচিবে মানবতা ও মানুষ।
এই মায়ের গর্ভে জনম নিয়া,
অমানুষ ঋণশোধে অপমান দিয়া।
এরা ধর্মের নামে বেসাতি করে,
ফুল চন্দন দিয়া অমানুষ গড়ে।
মনুষ্য বোধ পাবে এরা কোথা?
শক্তি দম্ভ শুধুই মাথা ব্যথা।


জন্মে ধর্ম, মৃত্যুতে ধর্ম,
         আমরা কি কোথাও পাই?
মনুষ্য বোধ হারায় গেলে,
          কে কারে বলিবে ভাই?


আপন ছাড়া ভাবিবে কারা?
           কোথা পাবো মোরা ঠাই?
অশান্ত দেশে, অমানবিক বেশে,
         এমন শাসককেই শুধু পাই।


সময় এসেছে জাগাতে হবে,
          গেয়ে ঘুম ভাঙানি গান;
মানুষে মানুষে আত্মায় মিলে,
        আবার জাগিয়া উঠুক প্রাণ।


ধরণী বাঁচুক, জীবন  বাঁচুক,
        বাঁচুক মানবতার চেতনা আর;
মানবতার আবহে শান্তি আসুক,
       কেউ ধারিবেনা বিভেদের ধার।


২৭ শে জ্যৈষ্ঠ,১৪২৬,
ইং ১১/০৬/২০১৯,
মঙ্গলবার বেলা ১.৩০। ৭১৩ তাং ১৩/০৬/৩০১৯।