গীতা বাইবেল কোরআন,
সকলেই একই কথা কয়;
কৃষ্ণ, ঈসা, মুসা, মুহাম্মদ,
সবার মাঝে একই রক্ত বয়।


তাঁরা চিত্ত মাঝে চেতনা আনি,
শান্তির লাগি সোনায় বাণী;
তাঁদের ভাবনা আর তাঁদের মত,
ঐ মতকেই মোরা ধর্ম বলে মানি।


ধর্মমতের পার্থক্যটা আমরা বুঝলাম কই?
মত পথকে আমরা ধর্ম বলি;
গুণ বা ধর্মকে কোন অর্থে আপন করে লই?


জীবের রক্ত বয় সারা দেহে বাস্তবতার কথা,
          রক্তের ধর্ম অম্লজান বইয়ে নেওয়া;
শরীরের কোষগুলোকে সক্রিয় রাখতে গিয়ে
        রক্তের কাছে এটাই একমাত্র পাওয়া।


মানুষের রক্ত লাল হয় নীল তো হয়না?
মত তাদের ভিন্ন হলেও মিলতে বাধা দেয়না।
গুণ ধর্ম ভিন্ন ভিন্ন ভালোবাসা নয়তো অন্য,
জীবন দিতে পারে একজন আর একজনের জন্য।


তাদের সৃষ্টি তাদের মত, আনন্দে থাকে রত,
জন্ম মৃত্যুর মাঝে এটাই জীবের একমাত্র ব্রত।
তবে কেন হানাহানি নিতে পারি না বুকে টানি?
প্রাণের কাছে চিত্তের কাছে কান পেতে কি শুনি?


মত, পথ, ব্যক্তি ইচ্ছা তাই শুনি কত কেচ্ছা,
                দেশ থেকে ওই দেশান্তরে,
গড়তে পারি সুন্দর ধরা আনন্দময় ব্যথা হরা,
               শুধুই ধর্ম মানবতার মন্তরে।


২০ শে আশ্বিন, ১৪২৬,
ইং অক্টোবর ০৮ ২০১৯,
বুধবার, সকাল ৮টা। ৮০২ ,ইং ০৯/১০/১৯।