সেবার নামে চলছে খেলা,
ব্যক্তি স্বার্থে কাটায় বেলা,
দেশ জনগণ চুলায় যাক,
ধ্বংসাত্বক এই ভোটের মেলা।


দেশের কথা, জনগণের কথা,
এখন আর কেউ ভাবেনা;
রাজনীতিটা শুধুই সমাজসেবা
নেই ওদের সেই চেতনা।


মিথ্যার বোঝা মাথায় নিয়ে
ওরা না কি দেশ চালাবে?
যখন সত্য এসে চেপে ধরবে,
তখন দুষ্টচক্র কোথায় যাবে?


ওই সরকারি কোষাগারে
মানুষের জন্য অর্থ নাই;
নেতার জন্য দলের জন্য
হয় বিমানে আর রথে ঠাই।


হৃদ চেতনায় ধন্য যারা,
তাদের বলি হইও না হারা;
দুষ্টচক্রের পাল্লায় পড়ে,
শেষ করোনা সাম্যের ধারা।


আমার ভালো যেমন চাই
অন্যের ভাবনাও ঠিক তাই;
আমরা আজ সবাই মিলে,
সঠিক পথে চলতে চাই।


২ রাত চৈত্র, ১৪২৭,
ইং ১৬/০৩/২০২১,
মঙ্গলবার সকাল ৭:৩৪। ১২৫৮, ১৬/০৩/২০২১।