দিন বদলের গল্প শুনবে?
                   শুনতে হলে এসো;
কেমন করে দিন বদলায়,
                 জানতে হবে নাকো?


ভিত পূজায় বাড়ি শুরু,
                   ঠাকুর মশায় এসে;
কত কি যে নিয়ম কানুন,
                        মন্ত্র পড়ে শেষে।


ভিত পূজা হওয়ার পরে,
                      রাজমিস্ত্রি আসে,
ইট, সিমেন্ট, বালি, পাথর,
                 লাগে বাড়ির কাজে।


দিনের পরে দিন যায়,
                     রাতের পরে রাত;
ভিতের পরে ক্রমে ক্রমে,
                       ঢালাই হয় ছাদ।


তার পরেতে গয়না পরা,
           আলোর সজ্জায় সাজে;
বাড়িওয়ালার বাড়ি হল,
                 মন দিয়েছে কাজে।


দিন যায়, মাস যায়,
                    বছরের পর বছর;
সাজ সজ্জা মলিন হয়,
               কেউ থাকেনা দোসর।


একা একা দাঁড়িয়ে থাকে,
                      ফাটল ধরে গায়ে;
খসে পড়ে সাজ সজ্জা,
                       ধরণী মার পায়ে।


একদিন সে হারিয়ে যায়
                      স্মৃতির পাতা হতে;
এমনি করে দিন বদলায়,
                    বুঝবে গভীর রাতে।


১৯ শে আষাঢ়, ১৪২৬,
ইং  ০৫/০৭/২০১৯,
শুক্রবার রাত ১১.৩০। ৭২৭ তাং ০৬/০৭/২০১৯।