দিন ফুরিয়ে এলো বুঝি,
এবার যেতে হবে;
যাচ্ছে অস্ত দিনের রবি,
মেলে ধরে শেষের ছবি,
যখন সময় হবে।


তাকিয়ে দেখি পিছন পানে,
সবাই আছে পিছে;
আমার আমি থাকবো না আর,
কোন বাঁধন রবেনা তার,
হল সবই মিছে।


চোখের জলে পিছল হবে,
আমার যাত্রাপথ;
ভেঙে যাবে পাখির বাসা,
ছিল কত প্রাণের আশা,
মিলবে নতুন রথ।


চেপে এবার সেই রথেতে,
দেব মহাশূন্যে পাড়ি;
অনন্ত সেই পথ যে আমার,
হবে এই পথেই যাত্রা সবার,
নাই ঠিকানা বাড়ী।


নাই যে তাহার কুল কিনারা,
দেখি ধু ধু প্রান্ত;
ঘুমের বেশে সবাই এসে,
মহাশূন্যে মিলবে শেষে,
হয়ে ভীষণ শ্রান্ত।


১৩ ই আষাঢ়, ১৪২৮,
ইং ২৮/০৬/২০২১,
সোমবার বেলা ১২:২৩। ১৩৬৭, ০৩/০৭/২০২১।