রাত্রি যখন আসে নেমে,
চেয়ে থাকি অসীম পানে,
কত কথা পড়ে মনে;
প্রভাত বেলার রূপের বাহার,
দুপুরে তাহা থাকে না আর,
অস্ত বেলায় পরাণ টানে।


সন্ধ্যাবেলায় তুলসী তলায়
গায়ের বধু প্রদীপ জ্বালায়,
শঙ্খ ধ্বনি তুলে;
আঁধার রাতে ফুলের সুবাস,
আকাশ ভরা তারার আভাস,
মনটা থাকে জুড়ে।


হারিয়ে যাওয়া দিনটা কেন,
মনের মধ্যে ভাসছে যেন,
অতীতে বুঝি টানে;
এমনি করেই জীবন চলে,
হাসি-কান্নার কথা বলে,
ভাসে কালের বানে।


আলোর পরে আঁধার আসে,
দুঃখ ওই সুখের শেষে,
তবু তাঁরে ভালবাসি;
আকাশ ভরা তারার মাঝে,
অপূর্ব সেই শশী হাসে,
সকল ব্যথা নাশি।


১৯ শে আষাঢ়, ১৪২৮,
ইং ০৪/০৭/২০২১,
রবিবার রাত ১১:১১। ১৩৭০,  ০৬/০৭/২০২১।