আজ আছি কাল নাই,
     ভাবতেই কষ্ট পাই;
অনিশ্চিত আমাদের জীবনের পথ;
তবু শুনি কত শোরগোল,
       হৃদয়ে দেয় দোলা,
        নানা জনের নানা মত।


হেথায় মতের বাহার দেখি,
        অনন্যতায় ভাবি সেকি?
        নানা রূপে সাজানো জগত
শুনি এই জগতের কত কথা,
        হারানোর শত ব্যাথা,
      তবুও বুঝি না আমরা অবোধ।


কেউ ভাবে চলে যাব,
      আর কভু না ফিরিবে,
        এই ধরণীর পরে;
তবে কেন চাওয়া পাওয়া,
        শুধুই রয়েছে দেওয়া,
       রেখে যাব সব মোরা ঘরে।


যাহা সব আছে সাথে,
      দিয়ে দাও নিজ হাতে,
      মানুষের মঙ্গলের তরে;
একদিন স্মরিবে তোমায় তাঁরা,
       হইয়া আপন হারা,
       আলোহীন অন্ধকার রাতে।


১৮ ইং জৈষ্ঠ্য,১৪২৭,
ইং ০১/০৬/২০২০,
সোমবার সকাল ৭:৩১।  ১০৩৬,  ১৩/০৬/২০২০।