হোলির রঙে রাঙিয়ে দিল
পাগলপারা প্রাণ;
চাষির ঘরে তাইতো আজ
আমন ধানের ঘ্রাণ।


ফাগুন এলো আগুন নিয়ে
রংবেরঙের খেলা;
পলাশ তাহার রূপের দোলায়
ভাষায় রঙিন ভেলা।


রক্ত রাগে ফুলের বাগে
করছে বধু খেলা;
ভ্রমর আসে মধুর লোভে
হই-হুল্লোড়ের মেলা।


দোলের আগুন আনছে ফাগুন,
প্রেমের দোলায় দুলে;
সবাই মিলে করছে কেলি
এই জগৎটাকেই ভুলে।


মিষ্টি মধুর দোলযাত্রা,
আবেগ ভরা প্রাণ;
বৃন্দাবনে বাজায় বাঁশি,
এ কোন রাধেশ্যাম?


১২ ই চৈত্র,১৪২৭,
ইং ২৬/০৩/২০২১,
শুক্রবার বিকেল ৪:২২।   ১২৭০,  ২৮/০৩/২০২১।