সৃষ্টি ছাড়া দৃষ্টি কেন
ছড়িয়ে দিলে সবাই;
ধ্বংস ফলে এসেই গেল
জগত জুড়ে তাই।


ওই হিংসায় উন্মত্ত ধরা
তাই হত্যা লীলা চলে;
আপন পর সকল ভূলে
আগত ভবিষ্যতটা দোলে।


ভূত ভবিষ্যৎ ও বর্তমানের
শিক্ষার কথা ভাবছি;
মানব চেতনা কোথায় গেল
কি আমরা শিখছি ?


ধ্বংস আজ বিধ্বংসী হল
সেই অন্ধকুরু সেজে;
গল্পের কুরুক্ষেত্র সত্য হলো
শঙ্খ উঠলো বেজে।


হল্লা বোল বাজায় ঢোল
আখেরের দিন এলো;
পাগল যারা মাতল তারা
জয় হরিবোল বল।


৩রা ফাল্গুন, ১৪৩০,
ইং ১৬/০২/২০২৪,
শুক্রবার সকাল ৮টা। ২২৮১, ২০/১১১, ১৭/০২/২০২৪।