ঐ দুঃখকে যে ভালবাসে
সুখ হয় তার সাথী;
আলোয় তাঁর ভরে থাকে
সকল অমানিশার রাতি।

আর সুখের নেশায় যারা থাকে
দুঃখ তাঁদের ছাড়ে না যে;
আপন তাদের পর হয়ে যায়
শেষে একা একা মরে।

জগৎ জুড়ে দেখো রে ভাই
চলছে এমন ধারা;
এমনি করেই ওরা সবাই
হচ্ছে মনুষ্যত্ব হারা।

সুখের নেশা হারিয়ে দিল
এই মানব সভ্যতাকে;
গভীর  সেই মনো যন্ত্রনা
চেতন চিত্তে থাকে।

১লা পৌষ, ১৪২৮,
ইং ১৮/১২/২০২১,
শুক্রবার সকাল ১০:০৭। ১৫৪৩, ২৭/১২/২০২১।