আমি যদি হই চাঁদ আর তুমি যদি হও তারা,
   কভু মিলন হবে না দোহে,
অসীমের ঐ সীমানায়, তুমি আমি রইবো পড়ে,
   আমাদের আদিম ভাবনায়-
নীল আকাশের ঐ পথের পথিক হয়ে।


আমাকে দেখিবে, তোমাকে দেখিবে,
   কবির দৃষ্টিতে দূর হতে,
কত ভাবনার ছবি আঁকিবে কবি,
  প্রভাতে, সন্ধ্যায় কিংবা রাতে।


কখনও জানিতে চাইবে কি তাঁরা?
কত দূরে রয়েছি মোরা-
একে অপরকে ছাড়ি আপন কক্ষে;
মিলিব না কোনদিন, কোন কালে,
দুয়ের চাওয়া পাওয়ার প্রাণের সখ্যে।


কল্পনার ছবি হয়ে থাকবো-
দোহে- দোহার পানে চেয়ে
     রঙ্গিন স্বপ্নের প্রতীক হয়ে;
কখনও ঢাকিবে মেঘে,
দেখিবে তাকায়ে জেগে,
     চলেছি প্রেমের ভেলা বেয়ে।


১৫ই ফাল্গুন, ১৪২৪,
২৮শে ফেব্রুয়ারী,২০১৮,
বুধবার, সকাল ৬ টা। B.K. 421.