এবার জাগো মানুষ জাগো
জগৎ জুড়ে ওই পশুর দল
দেখ ক্ষমতার লোভে পাগল।


মানুষ মরে শয়ে শয়ে
ওদের দুঃখ  কষ্ট  নাই তাতে
ঐ পাগল বলি আমরা যাকে।


মানুষের কথা ভুলে গিয়ে
ব্যবসায়ীদের তোষামোদ করে
ক্ষমতায় থাকে তাঁদের জোরে।


দেশের লোক পায়না খাবার
ওরা অস্ত্র কেনে দেখো আবার
দুর্বৃত্তের শাসনে এটাই ভাবার।


হায়রে শাসক! হায়রে দেশ!
লজ্জা লাগে দেখে ওদের বেশ
হবে কি এই দুর্বৃত্তের শেষ?


ভালোর কথা বলতে গেলে
মানুষ ধরে জেলে পোরে
আবার মুখোশ পরে সময় এলে।


ওই ক্ষমতায় থাকতে গিয়ে
প্রচার ও অস্ত্রে যাহা খরচ করে
তাই দিয়ে দেশ সুখে চলতে পারে।


দেশের মানুষ যদি সুখী হয়
তবেই ওদের লাগে ভয়
জানে বিদ্যাবুদ্ধির হবে জয়।


মানুষের চেতনা এলে ফিরে
ভালো ক্ষমতায় আসবে ঘুরে
মানুষের অশান্তি যাবে দূরে।


এটাই দুর্বৃত্তদের আসল ভয়
বাঁধা দেয় জ্ঞানের রুখতে জয়
তাইতো ওরা আঁধারে  রয়।


জাগো সবাই এবার জাগো
আলোয় আলোয় ভরিয়ে দিয়ে
সবাই দুর্বৃত্তদের বিদায় মাগো।


২রা মাঘ, ১৪২৯,
ইং ১৭/০১/২০২৩,
মঙ্গলবার বিকেল ৪:৩১। ১৮৯৮, ২৫/০১/২০২৩।