ঘৃণা করি ওই মানুষগুলোকে
যারা মায়ের বক্ষ টুকরা করল
    কাঁটা তাদের বেড়া দিয়ে।


ঘৃণা করি ওই মানুষগুলোকে
যারা ধর্ম জাতির বিভেদ টেনে
    স্বার্থের ডুবলো হয়ে বেনে।


ঘৃণা করি ওই মানুষগুলোকে
যারা ক্ষমতার লোভে অর্থের লোভে
সমাজটাকে টুকরো করল জাতি ভেদে।


ঘৃণা করি ওই মানুষগুলোকে
যারা রক্ত গঙ্গা বইয়ে দিল
এই সবুজ সুন্দর ধরার পরে।


ঘৃণা করি ওই মানুষগুলোকে
যারা আগুন দিয়ে জ্বালিয়ে দিল
সুন্দর ওই মনিপুরকে।


দেখ জ্বলছে আগুন হরিয়ানায়
বেঁচে আছি আমরা বল কোন চেতনায়?
দুঃখের দিনে নাই কি কেহ
মুছিয়ে দিতে অশ্রুসিক্ত মায়ের দেহ?


মানুষ বলে ভাবছি আমরা
মানবিকতা মনুষ্যবোধ সব হারিয়ে;
বলতে পারো কেমনে করে দাঁড়িয়ে রব
মানুষ বলে ধরার পরে?


আজ আগরতলায় মুক্তধারায় আন্তর্জাতিক কবি সম্মেলনে
গান কবিতায় স্মরিয়ে দিল
কি পার্থক্য মানুষ আর পশুর সনে।


এবার জাগো মানুষ তুমি  সেই চেতনায়
আপন প্রাণের ওই বেদনায়;
মানুষ কাঁদে মানুষ হাসে
হৃদয়ের এই ধ্যান সাধনায় ।


২৯শে  শ্রাবণ, ১৪৩০,
ইং  ১৫/০৮/২০২৩
মঙ্গলবার ভোর ৪:৪০। ২০৯৯, ১৯/০৮, ১৫/০৮/২০২৩।