প্রকৃতি তার নিজের পথে চলছে অবিরল
মানুষ শুধু বাঁধাই দেয় মন থাকে চঞ্চল।
পথের দিশা পায় না তারা তবুও আনন্দে আত্মহারা
তা না হলে এই জগতে বল- ধ্বংস হবে কারা?
শিক্ষাগুরু প্রকৃতি যার, দেখেও তো শিখল না আর,
তাহলে এই মানুষেরা, কেমন করে বাঁচাবে তার ঘর?
ধ্বংস বুঝি এসেই গেল, বাহু তুলে হরি বল,
এবার তবে নিজের দেশে ভেলায় চেপে ফিরে চল।


১৩ ই আশ্বিন, ১৪২৮,
ইং ৩০/০৯/২০২১,
বৃহস্পতিবার সকাল ৯:২৯। ১৪৬১, ০৬/১০/২০২১।