রামের নামে ব্যবসা চলে
পূরাণের সেই নায়ক;
ওই জনমনে গাঁথা আছে
যেন সুরহীন গায়ক।


করে ছলেবলে শত্রু সংহার
বিরোধে পায় ভয়;
সেই দুর্বল চিত্তের মানুষগুলো
কেমনে আদর্শ হয়?


আদর্শ সেই রাবণ রাজা
আর আদর্শ মেঘনাথ;
সম্মুখ লড়াই লড়ে গেছে
পিছোয়নি এক হাত।


যে বউ পাঠালো বনবাসে
অন্তঃসত্ত্বা অবস্থায়;
মাতৃ জাতির উপর অত্যাচার
মানুষ বলে হায় হায়।


যে পরের কথায় অগ্নিপরীক্ষা
বউয়ের নিতে পারে;
বীরের আখ্যা দেওয়া কি যায়
তাঁর আদর্শ ধরে?


তাঁর পুজোতে মেতে আছে
দেখো কত লোক;
সনাতন বিশ্বাসী তাঁরা নয়
তাঁরা পানিজোঁক;


শোষণ তোষণ তাঁরাই করে
ব্যক্তি স্বার্থের লাগি;
ওই মানব ধর্ম ছেড়ে দিয়ে
দিবা রাত্রি জাগি ।


১৬ই মাঘ. ১৪৩০,
ইং ৩১/০১/২০২৪,
বুধবার সন্ধ্যা ৫:৩০। ২২৬৬, ২০/৯৩, ০২/০২/২০২৪।